অর্থনৈতিক প্রতিবেদক

  ১৩ আগস্ট, ২০১৭

আটা সরবরাহকারীদের ভ্যাট মওকুফ

খোলা বাজারে (ওএমএস) সুলভমূল্য কার্যক্রমে এবার আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়েছে, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর সরকারের ওএমএস কার্যক্রমে নিয়োজিত ডিলারদের কমিশনের ওপর প্রযোজ্য ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যা বর্তমানেও বলবৎ রয়েছে। যেহেতু ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের কার্যক্রম একই ধরনের হলেও তাদের পরিচালন ব্যয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এর ফলে মিলারদের নিকট হতে ভ্যাট কর্তন না করার কারণে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি উত্থাপিত হয়। এ কারণে ওএমএসসহ সুলভমূল্য কার্যক্রমে আটা সরবরাহকারী ময়দা মিলারদের পরিচালন ব্যয়ের ওপর ভ্যাট কর্তনের দায় হতে অব্যাহতি প্রয়োজন বলে খাদ্য মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist