নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

রিজার্ভ উদ্ধার

যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব

রিজার্ভের অর্থ উদ্ধারে যৌথ টাস্কফোর্স গঠনের জন্য ফিলিপাইন সরকারকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যালান কেয়েতানোকে এই প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে কেয়েতানো তার সরকারের পক্ষে রিজার্ভের টাকা উদ্ধারে পরিপূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে হ্যকাররা সাইবার জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজল ব্যাংকের চারটি হিসাবে পাঠায়।

ওই অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গিয়েছিল; তবে পরে উদ্ধার করা দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয় ফিলিপিন্স।

বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে ফিলিপিন্সের সিনেট কমিটি এ ঘটনার তদন্ত শুরুর পর এক ক্যাসিনো মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধারের পর তা ফেরত পায় বাংলাদেশ। এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist