সচিবালয় প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

২০ শতাংশ নগদ সহায়তা

প্রতিটি জেলার পণ্য নির্ধারণের আহ্বান

জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে বাজার মনিটরিংয়ের নির্দেশ

‘এক জেলায় একপণ্য’ স্লোগানকে সামনে রেখে দেশের ৪১টি জেলার ১৪টি পণ্য রফতানিতে সরকার ২০ শতাংশ নগদ সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ জন্য প্রতিটি জেলায় নির্দিষ্ট পণ্য ঠিক করতে ডিসিদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

গতকাল বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শেষ হবে আজ বৃহস্পতিবার।

তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রফতানির জন্য প্রতিটি জেলার পণ্য নির্ধারণ করুন। পণ্য নির্ধারিত হলে ব্যবসায়ীরা নগদ সহায়তা পাবেন, এটা তাদের বুঝান। ইতোমধ্যেই ১৪টি পণ্য নির্ধারিত হয়েছে। আমরা ব্যবসায়ীদের নগদ সহায়তা দেব। এছাড়া বৈঠকে মাঠ পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকারের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে। কেউ যাতে মুনাফার লোভে অহেতুক পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘ডিসিদের বলেছি, আপনারা নিয়মিত বাজার তদারকি করুন। স্থানীয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে যা করা প্রয়োজন আপনারা করেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist