নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৭

নতুন নৌপথ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর জন্য এবার নতুন নৌপথ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ভারত। ইতোমধ্যে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। ব্রহ্মপুত্র দিয়ে এ পথ তৈরি হবে। ভারতের ইউনিয়ন মন্ত্রী মানসুক মানদাবিয্য গত শনিবার আগরতলায় এক অনুষ্ঠানে একথা জানান। খবর ফার্স্টপোস্টের।

মানসুক সংবাদ মাধ্যমকে বলেন, ব্রহ্মপুত্র ব্যবহার করে ২ দেশের মধ্যে নতুন নৌপথ তৈরির জন্য চুক্তি সই করেছে ভারত ও বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, ভারত সরকার ব্রহ্মপুত্রে তাদের অংশে নদীখনন করবে। আবার বাংলাদেশ অংশে বাংলাদেশ সরকার খনন করবে। ওই মন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ হবে বলে আমরা আশা করছি। এ পথের মাধ্যমে দুই দেশের বাণিজ্য বাড়বে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist