নিজস্ব প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৭

ইসলামী ব্যাংকগুলোর রেমিট্যান্স আহরণ কমেছে

দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ইসলামি ব্যাংকগুলো রেমিট্যান্স আহরণ করেছে মোট রেমিট্যান্সের ২৭ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৩০ শতাংশ। শুধু মোটের ওপরই কমেনি, সামগ্রিকভাবেও কমে গেছে। মাত্র তিন মাসের ব্যবধানে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের তিন মাসে রেমিট্যান্স কমেছে ২২ শতাংশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডেভেলপমেন্ট অব ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ জানুয়ারি-মার্চ ২০১৬ শিরোনামে প্রকাশিত এ প্রতিবেদনে ইসলামী ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক চিত্র তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে ইসলামি ব্যাংকগুলো রেমিট্যান্স আহরণ করেছে ছয় হাজার ৬৬০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ছিল আট হাজার ৫১০ কোটি টাকা। আগের বছরের তিন মাসের চেয়ে চলতি বছরের তিন মাসে ইসলাীম ব্যাংকগুলোর রেমিট্যান্স কমেছে এক হাজার ৮৫০ কোটি টাকা, যা শতকরা হিসাবে প্রায় ২২ ভাগ। আবার গত বছরের প্রথম তিন মাসে সামগ্রিকভাবে ব্যাংকগুলো যে পরিমাণ রেমিট্যান্স আহরণ করেছিল তার মধ্যে ইসলামি ব্যাংকগুলোর অবদান ছিল ৩০ শতাংশ, যেখানে চলতি বছরের একই সময়ে তা কমে নেমেছে ২৭ শতাংশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist