নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৭

চট্টগ্রামে পানি সরবারহ ব্যবস্থা উন্নয়ন

বরাদ্দ বাড়িয়েছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক চট্টগ্রামের পানি, স্যানিটেশন এবং ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে সহায়তার জন্য ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার অতিরিক্ত অর্থ অনুমোদন করেছে। এতে দেশের প্রধান বন্দর নগরীটির প্রায় ৬ লাখ ৫০ হাজার নাগরিকের নিরাপদ ও নির্ভরযোগ্য পানি ব্যবহারে সহায়তা করবে। বিশ্বব্যাংক চট্টগ্রামের জলাবদ্ধতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের প্রকল্পে তহবিল প্রদান করছে। অতিরিক্ত এই অনুমোদনের ফলে প্রকল্পে বিশ্বব্যাংকের মোট সহায়তা দাঁড়িয়েছে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। এছাড়া প্রকল্পটির সময়কাল ডিসেম্বর ২০১৮ সাল থেকে বাড়িয়ে মার্চ ২০২০ পর্যন্ত নির্ধারণ করা হয়। চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (সিডব্লিউএএসএ) পানি পরিশোধনাগার, সরবরাহ লাইন ও সরবরাহ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরীর স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে একটি মহাপরিকল্পনার বাস্তবায়ন করছে।

সম্প্রতি এক বার্তায় বিশ্বব্যাংক জানিয়েছে, অতিরিক্ত তহবিল বৃদ্ধির ফলে ১০ হাজার নতুন পাইপলাইন স্থাপনের মাধ্যমে আরও ২৭ হাজার বাড়িতে পানি সরবরাহ এবং ১৭ হাজার লাইন পুনরায় স্থাপিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist