নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৭

১১ মাসে নিট বৈদেশিক সহায়তা ৩৮০ কোটি ৭১ লাখ ডলার

চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত ১১ মাসে নীট বৈদেশিক সহায়তা এসেছে ৩৮০ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ অর্থছাড় যা হয়েছে সেখান থেকে ঋণ পরিশোধের পরিমাণ বাদ দিয়ে এই পরিমাণ বৈদেশিক সহায়তা পেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের ১১ মাসে দাতারা ছাড় করেছে ২৭২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ছিল ২৩৯ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার এবং অনুদান ৩২ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ২৮৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এ তুলনায় চলতি অর্থবছর অর্থছাড়ের পরিমাণ কিছুটা কমেছে।

চলতি অর্থবছরে ১১ মাসে দাতাদের ঋণ পরিশোধ করা হয়েছে ১০১ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আসল ৮১ কোটি ২৫ লাখ এবং সুদ ১৯ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৯০ কোটি ২২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ তুলনায় চলতি অর্থবছরে গত অর্থবছরের তুলনায় ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে।

এ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে ৪৮১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ৪২৫ কোটি ৫২ লাখ এবং অনুদান ৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ৪৭৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে কিছু কম প্রতিশ্রুতি পাওয়া গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist