নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৭

ভ্যাট প্রস্তাব নিয়ে আতঙ্কে পরিকল্পনামন্ত্রী

সংসদ সদস্য ও মন্ত্রীরা আবগারি শুল্ক এবং ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করছেন

সব খাতে ১৫ শতাংশ ভোট আরোপের কারণে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সঙ্গে লাখ টাকার ওপরের ব্যাংক হিসাবে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবেরও বিরোধী তিনি। গত সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে আমরাও নিয়ে কিছু কিছু জায়গায় আতঙ্কিত। ভ্যাটের কারণে পণ্যের মূল্য বেড়ে যায় কি না। আবগারি শুল্কের জন্যও মানুষ আশঙ্কার মধ্যে রয়েছে।’ গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। এখন সংসদে সেই প্রস্তাবের ওপর আলোচনা হচ্ছে। গতানুগতিক আলোচনায় সরকারি দলের সংসদ সদস্যরা বাজেট প্রস্তাবের সমালোচনা না করলেও এবার আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য এমনকি মন্ত্রীরাও বিশেষ করে আবগারি শুল্ক এবং ভ্যাট প্রস্তাব নিয়ে সমালোচনা করছেন।

সমালোচনার মুখে অর্থমন্ত্রী ব্যাংক হিসাবে আবগারি শুল্কের বিষয়টি নিয়ে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেট প্রস্তাবে কোনো সমস্যা থাকলে সেগুলো সংশোধন করা হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সংসদে বাজেটের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এমন কিছু করবেন না যাতে মানুষ কষ্ট পায়। বাজেটে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হবে কি না, ব্যাংকের টাকার ওপর শুল্ক দিতে হবে কি না, চালের শুল্ক থাকবে কি না বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist