নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৭

অবকাঠামো উন্নয়নে জাপানের সঙ্গে চুক্তি

দেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ সহায়তার জন্য জাপানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় জাপান সরকার এ বিনিয়োগ করবে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ জুন টোকিওতে পিপিপি কর্তৃপক্ষের পক্ষে সৈয়দ আফসো এইচ উদ্দিন এবং জাপানের পক্ষে দেশটির ভূমি, পরিকাঠামো, যোগাযোগ এবং পর্যটন (এমএলআইটি) প্রতিমন্ত্রী ইয়সুকি কাইবরি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিপিপি কর্তৃপক্ষের পরিচালক আবুল বাশার বলেন, চুক্তিটি সরকার থেকে সরকার ভিত্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প আওতায় স্বাক্ষরিত হয়েছে। পিপিপির সহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, জাপানের সঙ্গে এই চুক্তিটি বাংলাদেশের জন্য বড় অর্জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist