নিজস্ব প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

সৎ থাকার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের

‘কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণœ হয়, এমন কাজ করা ঠিক হবে না’

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ পরামর্শ দেন। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ৬৭ সহকারী পরিচালক বিআইবিএম পরিদর্শন উপলক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়।

খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগে সবাইকে সর্বোচ্চ সততার পরিচয় দিতে হবে। যাতে বাণিজ্যিক ব্যাংক পরিদর্শনে গেলে কোনো ধরনের অভিযোগ না পাওয়া যায়।’

অনুষ্ঠানে ইব্রাহিম খালেদ বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণœ হয়, এমন কাজ কোনোভাবেই করা ঠিক হবে না। সর্বোচ্চ সৎ থেকে নতুন কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’ ডেপুটি গভর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের এক সময় বাণিজ্যিক ব্যাংকে পরিদর্শনের আগে শপথ করানো হতো। এতে ইতিবাচক ফলও পাওয়া গেছে। এ ধরনের নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। কর্মজীবনে সৎ থাকলে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘নতুন কর্মকর্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পড়াশোনায় আগ্রহী হতে হবে।’ বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, ‘ব্যাংকিং খাতে প্রশিক্ষণ এবং শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে বিআইবিএম। এর অংশ হিসেবে নতুন সহকারী পরিচালকদের বিআইবিএম এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist