নিজস্ব প্রতিবেদক

  ১৮ মে, ২০১৭

শুরু হয়েছে ‘ডেনিম এক্সপো’

ডেনিম কাপড় ও পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ শুরু হয়েছে। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের (বিআইসিসি) নবরাত্রি হলে ডেনিম পণ্যের দুই দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে। এর আয়োজন করেছে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের ১২টি ডেনিম কাপড় ও পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠানসহ ১৩ দেশের ৪৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এর আগে গতকাল সকালে ডেনিম এক্সপো উপলক্ষে বিআইসিসিতে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম আয়োজিত ‘মেকিং সাসটেইনেবল ইজিয়ার’ শীর্ষক সম্মেলনে উপস্থিত ফান্স, জার্মানি ও নেদারল্যা-ের রাষ্ট্রদূতদের উদ্দেশে ইউরোপের বাজারে দেশের পণ্যের ‘ন্যায্য দাম’ নিশ্চিতের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, পোশাক কিনতে রফতানিকারকরা যা খরচ করছেন, তা ‘আপ-টু দ্যা মার্ক’ নয়। রফতানিকারকরা যদি ন্যায্য দাম দেন তাহলে আমাদের দেশের উৎপাদন ক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist