নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

রূপালী ব্যাংকের সব সেবা অনলাইনে

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের সব সেবা অনলাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখন থেকে অনলাইনের মাধ্যমে আরও কম সময়ে সহজভাবে গ্রাহকরা ব্যাংকের সব সুবিধা নিতে পারবেন।

গতকাল মঙ্গলবার সকালে মতিঝিলের ব্যাংকের প্রধান কার্যালয়ে সব শাখায় অনলাইন কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মনজুর হোসেন। তিনি জানান, ব্যাংকের সার্বিক কর্মকান্ডে স্বচ্ছতা আনা ও গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূর্ণাঙ্গ অটোমোশনে এসেছে রূপালী ব্যাংক। সারা দেশে ৫৬৩টি শাখার মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা সঠিক সময়ে ব্যাংকিংয়ের সুবিধা পাবেন। সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আগে রূপালী ব্যাংক এই সেবা এনেছে বলেও উল্লেখ করেন তিনি।

মনজুর হোসেন বলেন, ‘আমাদের সব শাখার সব সেবা এখন অনলাইনের আওতায় আনা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকও ব্যাংকের সব সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন।’ এ ছাড়া অনলাইন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘আপনারা অনেক কাজ করেছেন। তবে আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এখন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি ও দক্ষতা বাড়াতে হবে।’

ব্যাংকের প্রধান কার্যালয়ের সব শাখায় অনলাইন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পরিচালক আবু সুফিয়ান, হাসিবুর রশিদ, দিনা আহসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist