নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

ইপিজেডে ট্রেড ইউনিয়ন চায় ইইউ

বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত কারখানাগুলোয় ট্রেড ইউনিয়ন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জবাবে বাংলাদেশ বলেছে, ট্রেড ইউনিয়ন নয়, সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হবে। তবে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাতে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারে সেই অধিকার থাকবে। গতকাল মঙ্গলবার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধি দলের আলাপকালে এ বিষয়ে আলোচনা হয়।

ইইউ এর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরনে লিটজ। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধি দলটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউ শ্রমিকদের বেতন নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা তাদের জানিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন শ্রমিকদের সর্বনিম্ন বেতন ছিল ১৬০০ টাকা। সেখান থেকে বাড়িয়ে প্রথমে সর্বনিম্ন বেতন ৩০০০ হাজার করা হয়। পরে ২২৩% বাড়িয়ে সর্বনিম্ন বেতন করা হয় ৫৩০০ টাকা। তবে ওভারটাইম ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রত্যেক মাসে তারা ৭ থেকে ৮ হাজার টাকা পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist