হবিগঞ্জ প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

বাল্লা স্থলবন্দরের উন্নয়ন শিগগিরই

এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, অচিরেই শুরু হবে বাল্লা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ। এতে উভয় দেশের মাঝে সু-সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও কর্মসংস্থান বাড়বে। তিনি আরো বলেন, ইতোমধ্যে স্থলবন্দরের ভূমি অধিগ্রহণের কাজ অনেকাংশে এগিয়েছে। রাস্তার প্রশস্তকরণ প্রক্রিয়াও শুরু হয়েছে। শিগগিরই বাল্লা স্থলবন্দরের দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গতকাল শনিবার হবিগঞ্জ চুনারীঘাট উপজেলার কেদারাকোর্ট এলাকায় স্থলবন্দরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগ কাস্টমস কমিশনার শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক লায়েক চৌধুরী, হবিগঞ্জ চেম্বারের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা প্রমুখ বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist