বাণিজ্য ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

উচ্চ শুল্ক স্থগিত : ভারতে যাচ্ছে পাটপণ্যের ট্রাক

ভারতের আদালত পাটপণ্য আমদানিতে উচ্চহারে শুল্ক আদায় স্থগিত করায় ১৩ দিন বন্ধ থাকার পর ফের দেশটিতে যেতে শুরু করেছে বাংলাদেশি ট্রাক। গত বুধবার দুপুরের পর থেকে থেকে ট্রাকগুলো ভারতে যাচ্ছে বলে বেনাপোল বন্দরের পরিদর্শক রবিউল ইসলাম জানিয়েছেন।

বিকাল সাড়ে চারটা পর‌্যন্ত ৮৭টি ট্রাক বেনাপোল পেরিয়ে পেট্রাপোল পৌঁছেছে বলে তার তথ্য। ভারত সরকার আমদানি করা পাটপণ্যে উচ্চহারে ‘অ্যান্টি ডাম্পিং’ শুল্ক আরোপ করায় গত ৫ জানুয়ারি থেকে বাংলাদেশি ট্রাক সেখানে যেতে পারছিল না। পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,আদালতের আদেশের পর আগের শুল্কেই ট্রাকগুলো ভারতে ঢুকতে পারছে। বাংলাদেশি উৎপাদকরা পাট রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা পাওয়ায় ভারতীয় পাট মার খাচ্ছে এমন যুক্তি তুলে দেশটির অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি) অধিদপ্তর গত অক্টোবরে বাংলাদেশ ও নেপালের পাটজাত পণ্যে প্রতিরক্ষামূলক শুল্ক আরোপের সুপারিশ করে। এর ভিত্তিতে গত ৪ জানুয়ারি ভারতের রাজস্ব বিভাগ অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের গেজেট প্রকাশ করে, যেখানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ভারতে পাটসুতা,চট ও বস্তা রপ্তানি করতে চাইলে প্রতি মেট্রিক টনে ১৯ থেকে ৩৫২ ডলার শুল্ক দিতে হবে বলে উল্লেখ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist