বাণিজ্য ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

আবাসনে ১০০ কোটি রুপি বিনিয়োগ জাকির নায়েকের

ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের এনজিও সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) আবাসন খাতে ১০০ কোটি রুপি বিনিয়োগ আছে বলে জানিয়েছে দেশটির তদন্ত সংস্থা এনআইএ। গতকাল বৃহস্পতিবার তদন্ত সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, জাকির নায়েকের ৭৮টি ব্যাংক হিসাব আছে; যেগুলো নিয়ে তদন্ত চলছে। জাকির নায়েকের বিরুদ্ধে মামলার হওয়ার পর গত বছরের ১৯ নভেম্বর এনআইএ মুম্বাইতে আইআরএফের ১০টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। আইআরএফকে নিষিদ্ধ সংস্থা বলে ঘোষণা দেওয়ার পর তদন্ত সংস্থা এ অভিযান শুরু করে।

গত ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানে এক হামলায় ২৫ জনের বেশি নিহত হয়। যাদের অধিকাংশ ছিল বিদেশি। হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ উঠে। এরপরই বিভিন্ন সংস্থা জাকির নায়েক ও তার প্রতিষ্ঠানের তদন্ত শুরু করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist