বাণিজ্য ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাদের কাজ হলো এসএমই খাতকে এগিয়ে নেওয়া। ক্ষুদ্র ও মাঝারি শিল্পই দেশের অর্থনৈতিক অগ্রগতির ভবিষ্যৎ।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে মতিঝিল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) মিলনায়তনে ‘এসএমই খাতে অর্থায়ন: সমস্যা ও উত্তরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই ও স্টান্ডিং কমিটি অন এসএমই ফাইন্যান্সিং এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গভর্নর ফজলে কবির বলেন, এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা হলো অর্থনীতির প্রবৃদ্ধির হার সমর্থন করা এবং জিডিপি হার বাড়ানো। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় কাজ হবে এসএসই খাতে উন্নয়ন নিশ্চিত করা। তবে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আরো সাহসী হতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist