নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুলাই, ২০২০

বাণিজ্যে নারীরা অনেক এগিয়ে গেছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্য সফলতায় নারীরা অনেক এগিয়ে গেছে। সরকার নারীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের জনশক্তির অর্ধেক নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী জনশক্তিকে উৎপাদনশীল কাজে লাগাতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। গত মঙ্গলবার জুলাই আইটিসি নিউইয়র্ক অফিসের সঙ্গে যুক্ত হয়ে ইউনাইটেড ন্যাশন এবং ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশনের (ডব্লিউটিও) উদ্যোগে আয়োজিত ‘সি ট্রেড আউট লুক’ শীর্ষক ভার্চুয়াল হাই-লেভেল পলিটিক্যাল ফোরাম ডিসকাশনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপেনার্সের (এসএমই) মাধ্যমে নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কারণে দেশে নারী উদ্যোক্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। টিপু মুনশি বলেন, কুটিরশিল্পে দেশের নারীরা বেশ সফলতা পেয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় মহিলা চেম্বার অব কমার্স গড়ে উঠেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close