নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুলাই, ২০২০

স্বাভাবিক লেনদেনে ফিরেই পুঁজিবাজারে বড় উত্থান

সাড়ে তিন মাস পর স্বাভাবিক লেনদেনে ফিরেই গতকাল দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মহামারির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে ১৯ মার্চ থেকে পুঁজিবাজারের লেনদেন সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়। এর মধ্যে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন বন্ধ থাকে পুঁজিবাজার। ৩১ মার্চ থেকে আবার পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও গত মঙ্গলবার পর্যন্ত এক ঘণ্টা করে লেনদেন কম হচ্ছিল। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাই গতকাল থেকে আবার পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হলেই পুঁজিবাজারে উত্থানের আভাস পাওয়া যায়। লেনদেনের শেষদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ে। ফলে ৩১ মের পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচকের বড় উত্থানের দেখা মিলেছে। সূচকের বড় উত্থান হলেও এদিনও লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। অবশ্য ডিএসইতে যে কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার থেকে চার গুণ বেশি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এর মাধ্যমে প্রায় তিন মাস পর শতাধিক প্রতিষ্ঠানের দাম বাড়ল। এ দিন দরপতন হয়েছে ২৩টির। ২১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close