নিজস্ব প্রতিবেদক

  ০১ জুন, ২০২০

সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় প্রথম দিনের লেনদেন

দীর্ঘ বিরতির পর পুঁজিবাজারের নতুন যাত্রার শুরুটি বেশ ভালোই হয়েছে। প্রথম দিনে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে লেনদেন। আর এর মধ্য দিয়ে রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি মিলেছে আতঙ্কিত বিনিয়োগকারীদের। বাজারে একটু স্বস্তির হিমেল হাওয়া বয়ে গেছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষে ৬৬ দিন পর গতকাল পুঁজিবাজারে ফের লেনদেন শুরু হয়েছে। এই সময়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বয়ে গেছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) তীব্র ঝড়। অর্থনীতিতে ঘটে গেছে নানা উলটপালট। পুঁজিবাজারও তীব্র দর পতনের ভেতর দিয়ে গেছে। তাই দেশের বিনিয়োগকারীদের মধ্যেও বাজারের সম্ভাব্য ধারা নিয়ে ছিল প্রবল আতঙ্ক। তবে প্রথম দিনে অন্তত এই আতঙ্কটা কেটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close