নিজস্ব প্রতিবেদক

  ২৪ মার্চ, ২০২০

ব্যাংকিং খাতের সভা হবে ভিডিও কনফারেন্সে

করোনাভাইরাসের সংক্রমণরোধে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদের সব সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এই আদেশে ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটিগুলোর সভা অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বিশেষত কমিউনিটি ট্রান্সমিশন প্রতিরোধ করার লক্ষ্যে সরকারের দেওয়া বিভিন্ন নির্দেশনার পািরপ্রেক্ষিতে ব্যাংক-কোম্পানিগুলোকে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগমের কারণে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা বিবেচনায় ব্যাংকের পর্ষদ এবং পর্ষদের সহায়ক কমিটির সভায় ব্যাংকের পরিচালকদের সশরীরে উপস্থিতি ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে এই বিভাগ থেকে জারি করা অন্যান্য নির্দেশনার ধারাবাহিকতায় এখন থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সব সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথা ভার্চুয়াল সভা অনুষ্ঠানের পরামর্শ দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী প্রত্যেক পরিচালক যথানিয়মে তার সম্মানী প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভাগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে বলে আদেশে শর্ত দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close