নিজস্ব প্রতিবেদক

  ২৩ মার্চ, ২০২০

করোনার টেস্ট কিট ও যন্ত্রপাতিতে কর মওকুফ

মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসসেবা সহজলভ্য করতে করোনার টেস্ট কিট, সার্জিক্যাল মাস্ক ও ডায়াগনস্টিক টেস্টের যন্ত্রপাতিসহ সংশ্লিষ্ট পণ্যে যাবতীয় কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে করোনাভাইরাসের চিকিৎসাসেবা পণ্য আমদানির ক্ষেত্রে প্রযোজ্য সব ধরনের শুল্ক, মূল্য সংযোজন কর এবং অগ্রিম আয়কর মওকুফ করা হয়েছে। এনবিআরের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত বিশেষ আদেশে এ সুবিধার কথা বলা হয়েছে, যা গতকাল রোববার থেকে কার্যকর ধরা হয়েছে। এ সুবিধা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশে বলা হয়েছে, কাস্টমস অ্যাক্ট ১৯৬৯, মূল্য সংযোজন কর ২০১২ এবং আয়কর আইন ১৯৮৪ এ প্রদত্ত ক্ষমতাবলে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি মোকাবিলায় করোনার টেস্ট কিট, ডায়াগনস্টিক টেস্টের যন্ত্রপাতি, সার্জিক্যাল মাস্ক, প্রটেক্টিভ গার্মেন্ট প্লাস্টিক ও মেডিকেল সিট, প্লাস্টিক ফেস সিট, ফুল বডি ওভেন স্যুট, মেডিকেল প্রটেক্টিভ গগলজসহ এ-সংক্রান্ত সার্জিক্যাল পণ্যের আমদানির ক্ষেত্রে প্রযোজ্য আমদানি শুল্ক, শুল্ক সম্পূরক, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এজন্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত আমদানির ক্ষেত্রে এ সুবিধা কার্যকর হবে এবং আমদানি করা পণ্যে মানসম্মত কি নাÑ তা ওষুধ প্রশাসন নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close