reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২০

মাছউদুল ইসলাম সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার

মো. মাছউদুল ইসলাম (মাসুদ) জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগ দেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিসিপ্লিন অ্যান্ড আপিল ডিভিশনে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮১ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বিএসসি এবং ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। একই বছরে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষানবিশ অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগ দেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। সুদীর্ঘ ৩৬ বছরের অধিক চাকরি জীবনে তিনি বিভিন্ন শাখা, প্রিন্সিপাল অফিস, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশ নেন। মো. মাছউদুল ইসলাম ১৯৬১ সালে ঝিনাইদহের বাজার গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close