reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০২০

জাকির হাসান নির্বাহী পরিচালক

হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর নির্দেশক্রমে সম্প্রতি আইটি সাইডে নির্বাহী পরিচালক (মেইনটেন্যান্স) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মাদ জাকির হাসান। এর আগে তিনি ২৮ মার্চ থেকে এ পদে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (মেইনটেন্যান্স) হিসেবে কর্মরত ছিলেন। জাকির হাসান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯২ সালে দেশের আইসিটি ক্ষেত্রের প্রথম সারির বেসরকারি একটি প্রতিষ্ঠানে সিস্টেমস্ ইঞ্জিনিয়ার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। জাকির হাসান ১৯৯৬ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামার পদে যোগদান করেন। তিনি ২০০০ সালে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (ডিডি) পদে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার বিভাগে যোগদান করেন। ২০০৫ সালে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে, ২০১১ সালে প্রিন্সিপাল মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে এবং ২০১৭ সালে চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি লাভ করেন। আইসিটি ইনফ্রাস্ট্রাকচারের ওপর দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাসাননগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং পিতার চাকরির কারণে তার পরিবার খুলনায় স্থায়ী হন। বৈদেশিক প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ভারত, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র সফর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close