নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৯

পোশাকশিল্পের উন্নয়নে ইউনিলিভার বিজিএমইএ চুক্তি

পোশাকশিল্পে জড়িত ১০ লাখেরও বেশি কর্মীর উন্নয়নের লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ ও বিজিএমইএর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে এসজিডির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ এমএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এবং দেশের গার্মেন্ট ম্যানুফাকচারর্স অ?্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) পোশাক শিল্পে জড়িত কর্মীদের জীবনের উন্নতির লক্ষ্যে আগামী তিন বছর কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংগঠন দুটি বাংলাদেশে এসজিডির লক্ষ?্যমাত্রা অর্জনকে সামনে রেখে একসঙ্গে কাজ করবে। ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে এবং বিজিএমই’র প্রেসিডেন্ট রুবানা হক।

প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তি এই পোশাক শিল্প এদেশের জিডিপিতে বিশাল অবদান রাখে যা সর্বমোট জিডিপির ১১ শতাংশ। বর্তমানে পোশাক শিল্পে ৪৪ লাখ কর্মী নিয়োজিত আছেন যার ৬০.৮ শতাংশই নারী কর্মী। তাই বাংলাদেশের অর্থনেতিক চিত্র অনেকটাই নির্ভর করে এই শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close