নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৯

এসডিজি অর্জনে দুদিকেই গুরুত্ব দিয়ে বিনিয়োগ করতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মো. মীর্জ্জা আজিজুল ইসলাম বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে চাইলে দুদিকেই গুরুত্ব দিয়ে বিনিয়োগ করতে হবে।

তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রকে বিনিয়োগের মাধ্যমে উৎসাহিত করতে হবে এবং কিছু ক্ষেত্রে বিনিয়োগ থেকে বিরত থাকতে নিরুৎসাহিত করতে হবে।’

গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইনক্লুসিভ ফাইন্যান্সিং ফর এসডিজি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এক সেশনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে বনভূমি ধ্বংস করে, মানবদেহের ক্ষতি করে, শিশু শ্রমকে উৎসাহিত করে, মাদক খাতে বিনিয়োগে নিরুৎসাহিত করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘এমন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হবে যেন একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষও যেন তাতে যুক্ত হতে পারে। দারিদ্র্য দূরীকরণে, অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সমানাধিকার প্রতিষ্ঠা, পণ্যে বৈচিত্র্যতা আনা, প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগ করতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন অর্থনীতি যুক্ত হতে পারে, সেই ধরনের অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে অবকাঠামো, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া, শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close