নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৯

প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। গতকাল সোমবার কর্মসংস্থান ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ জন্য গত রোববার এসডিএফের ঢাকার প্রধান কার্যালয়ে কর্মসংস্থান ব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মুখ্য উদ্দেশ্য হলো, এসডিএফের প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দেওয়া।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফতেমার উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসডিএফের চেয়ারম্যান এম আই চৌধুরী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান এবং উপ-মহাব্যবস্থাপক এম এম মাহবুব আলমসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close