নিজস্ব প্রতিবেদক

  ২১ নভেম্বর, ২০১৯

আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে নারী শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে

তৈরি পোশাকশিল্প খাতের ৯০ শতাংশ শ্রমিককে ২০২১ সালের মধ্যে ডিজিটাল ওয়েজ পেমেন্টের আওতায় আনা হবে। বর্তমানে ১ দশমিক ৫ মিলিয়ন তৈরি পোশাক শ্রমিক এ পদ্ধতিতে মজুরি পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে মজুরিপ্রাপ্তির ক্ষেত্রে পুরুষ শ্রমিকদের তুলনায় নারীরা পিছিয়ে রয়েছেন। আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে নারীশ্রমিকদের ডিজিটাল পেমেন্টের আওতায় আনার ওপর অগ্রাধিকার দিতে হবে।

গতকাল রাজধানীর র‌্যাডিসন হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তৌমু পৌটিয়ানিন, ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টিটিভ সুদীপ্ত মুখার্জি, মার্কস অ্যান্ড স্পেনসারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক, বিজিএমইএর প্রেসিডেন্ট ড. রুবানা হক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল প্যানেল আলোচনায় অংশ নেন।

শিল্পমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে কর্মসম্পাদনের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। ই-ফাইলিং ব্যবস্থাপনায় শিল্প মন্ত্রণালয় শীর্ষস্থান দখলকারী মন্ত্রণালয়গুলোর তালিকায় অন্যতম। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে ই-পূর্জি (ইক্ষু সরবরাহের অনুমতিপত্র) চালুর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুযোগ কাজে লাগানো হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close