নিজস্ব প্রতিবেদক

  ১৩ নভেম্বর, ২০১৯

ঠোঁটকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং স্টিচিং ইন্টারপ্ল্যাস্ট নেদারল্যান্ডসের সহযোগিতায় মুন্সীগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য ১২ দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ।

সম্মানিত অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, হল্যান্ডের টিম লিডার-স্টিচিং ইন্টারপ্ল্যাস্টের প্রফেসর ড. চ্যান্তাল ভ্যান ডার হর্স্টসহ যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close