নিজস্ব প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০১৯

মেলায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করা যাবে

সারা দেশে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দশম জাতীয় আয়কর মেলা। করদাতারা যেন সহজে দ্রুত আয়কর পরিশোধ করতে পারেন এ জন্য এবারের মেলায় নগদ ও বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবা রাখা হচ্ছে। এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে দিনে-রাতে যেকোনো সময় করদাতারা যেন কর পরিশোধ করতে পারেন, এজন্য কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। মেলা উপলক্ষে এই সেবা চালু করা হলেও মেলার পরেও সেটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে কর পরিশোধ করার পর বারকোটসহ চালান আসবে, এই চালান ই-মেইলে নিয়ে প্রিন্ট করা যাবে। পরে করদাতারা আয়কর বিবরণী দাখিলের সময় চালানের কপি সংযুক্ত করবেন। কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু হলে কর আহরণ বেড়ে যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, কেবল নগদ বা বিকাশ নয়, রকেট-শিওরক্যাশসহ সব ধরনের মোবাইল ওয়ালেট থেকে কর পরিশোধের সুবিধা পাবেন করদাতারা। বরাবরের মতো এবারও মেলায় থাকছে ওয়ান স্টপ সার্ভিস। তবে করদাতারা যেন ঘরে বসে আয়কর বিবরণী পূরণ করতে পারেন, এজন্য সব ধরনের নির্দেশনা উল্লেখ করে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর। এই ওয়েবসাইটে গিয়ে আয়কর বিবরণী পূরণ করা যাবে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close