নিজস্ব প্রতিবেদক

  ২৪ অক্টোবর, ২০১৯

খুলনায় ওয়ালটন কিস্তিমেলা

প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে দেশি ব্র্যান্ড ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনায় চলছে ওয়ালটন কিস্তিমেলা। গতকাল দুপুর ১২টায় খুলনার সোনাডাঙ্গা ওয়ালটন প্লাজায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন ওয়ালটন খুলনা জোনের এরিয়া ম্যানেজার মো. শাহানুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জোনের ক্রেডিট মনিটরিং ম্যানেজার মো. সালাম হোসেন ও সোনাডাঙ্গা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. আবদুল হান্নান। এ ছাড়া ওয়ালটনের মহিলা গ্রুপভিত্তিক পণ্য গ্রহণ সমিতির সভানেত্রী সেলিনা খাতুন ও জাহানারা পারভীনসহ দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন খুলনা জোনের এরিয়া ম্যানেজার মো. শাহানুর আলম বলেন, মূলত ওয়ালটনের পণ্য প্রদর্শন, সর্বস্তরের ক্রেতাদের মধ্যে কিস্তির বিষয় উদ্বুদ্ধ করা, ওয়ালটনের পণ্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং সর্বোপরি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মেলায় যেকোনো কোম্পানির (পুরাতন, ভালো, নষ্ট) সিআরটি এবং এলইডি টেলিভিশন পরিবর্তন করে নতুন এলইডি টিভি গ্রহণেরও সুযোগ রয়েছে। খুলনা জোনের ক্রেডিট মনিটরিং ম্যানেজার মো. সালাম হোসেন বলেন, কিস্তিমেলার কারণে সেলস বৃদ্ধির পাশাপাশি ক্রেতাদের মধ্যে ওয়ালটন পণ্যের প্রচার বাড়ছে। এতে ক্রেতাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। সোনাডাঙ্গা ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. আবদুল হান্নান বলেন, এর আগেও একাধিকবার খুলনায় কিস্তিমেলার আয়োজন করা হয়। মেলায় ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। যে কারণে আবারও কিস্তিমেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ওয়ালটন পণ্য কিস্তিতে সহজ শর্তে এবং স্বল্প পরিমাণ ডাউন পেমেন্টে গ্রহণের সুযোগ রয়েছে। এ ছাড়া পাড়া-মহল্লায় মহিলাদের দিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করেও কিস্তিতে পণ্য দেওয়া হচ্ছে। দিনব্যাপী এ মেলা চলে রাত ৯টা পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close