নিজস্ব প্রতিবেদক

  ১৬ অক্টোবর, ২০১৯

আইএফআইসি ব্যাংক-সমকাল বর্ষসেরা

বৃহৎ শিল্পোদ্যোগ পুরস্কার পেল ওয়ালটন

আইএফআইসি ব্যাংক ও সমকাল বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগের পুরস্কার পেল দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। দেশীয় বৃহৎ শিল্প খাতের দ্রুত বিকাশ, ব্যাপক কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে ওয়ালটন।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনকে ‘আইএফআইসি ব্যাংক-সমকাল শিল্প ও বাণিজ্য পুরস্কার-২০১৮’ দেওয়া হয়। বর্ষসেরা বৃহৎ শিল্প ক্যাটাগরিতে এই পুরস্কার পায় ওয়ালটন। এ ছাড়া বর্ষসেরা নারী উদ্যোক্তা, বর্ষসেরা এসএমই উদ্যোক্তা ও বর্ষসেরা তরুণ উদ্যোক্তাÑ এই তিন ক্যাটাগরিতে আরো তিনজনকে পুরস্কৃত করা হয়। শিল্প ও বাণিজ্য পুরস্কারের জন্য গঠিত ৯ সদস্যবিশিষ্ট জুরি বোর্ডের প্রধান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

দেশের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ও সমকাল যৌথভাবে প্রথমবারের মতো এই পুরস্কার চালু করল। সম্মাননা হিসেবে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক প্রদান করেন।

ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরের হাতে বর্ষসেরা শিল্প ও বাণিজ্য পুরস্কারের ক্রেস্ট ও দুই লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্র্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার, ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। যেটি কি না বিশ্ব নেতাদের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাফল্য সম্পর্কে জানার আগ্রহ দেখাচ্ছেন। এসব অর্জনের প্রধান চালিকাশক্তি বেসরকারি খাতের উদ্যোক্তারা। তারা সরকারের দেওয়া ভৌত-অবকাঠামো ও শিল্পায়নবান্ধব প্রয়োজনীয় নীতি সহায়তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রাখছেন।

বর্ষসেরা বৃহৎ শিল্প উদ্যোগ পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশপ্রেমিক সাধারণ ক্রেতা ও গণমাধ্যম। তারা সব সময় পাশে ছিল বলেই দেশীয় প্রযুক্তিপণ্য খাতে ওয়ালটন দ্রুত এগিয়ে যাচ্ছে। ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেয়া। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ের কাছ থেকে পাওয়া স্বীকৃতি বা পুরস্কার বিশেষ উদ্দীপক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close