নিজস্ব প্রতিবেদক

  ০৬ অক্টোবর, ২০১৯

৫ শতাংশ ছাড়িয়েছে কলমানি রেট

প্রায় এক মাস ধরে ৫ শতাংশের ওপর অবস্থান করছে কলমানি রেট। দৈনিক চাহিদা মেটাতে না পেরে ব্যাংকগুলোতে অন্যের কাছ থেকে ধার নেওয়ার পরিমাণও বেড়েছে আগের তুলনায়। লেনদেনের পরিমাণ কম বেশি হলেও চলতি বছরে ৫ শতাংশের ওপরে উঠতে দেখা যায়নি কলমানির সুদহার। তবে গত একমাসে কলমানি রেট ৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্বল্প সময়ের জন্য ধার করা এই অর্থের সুদের হার বা কলমানি রেট সর্বোচ্চ ৫ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত উঠে। সর্বনিম্ন রেট ছিল ৪ দশমিক ২৫ শতাংশ। শেষ কর্মদিবসে (বৃহস্পতিবার) আন্তঃব্যাংক লেনদেন হয় মোট ৭ হাজার ১ কোটি ১০ লাখ টাকা।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে ট্রেজারি বন্ড ও বিলের বিপরীতে তুলানমূলক বেশি মুনাফা দিচ্ছে সরকার। তাই স্বাভাবিকভাবেই ট্রেজারি বন্ড ও বিলের দিকে ঝুঁকছে ব্যাংকগুলো। লাভ কম হওয়ায় কলমানি মার্কেটে লেনদেনে আগ্রহ নেই অনেক ব্যাংকের। এই সুযোগে কলমানি রেটও বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বেসরকারি খাতের ঋণ কমলেও চলতি অর্থবছরের শুরু থেকেই ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close