নিজস্ব প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

টানা তিন কার্যদিবস পতনের পর গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে এবং উভয় শেয়ারবাজারে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। তবে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকার, যা আগের কার্যদিবস থেকে ৮০ কোটি টাকা কম। ওই কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৪ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকা।

গতকাল ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩ শতাংশ বা ১৮৫টির, কমেছে ৩০ শতাংশ বা ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ শতাংশ বা ৬০টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close