নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

৫১ শতাংশ ব্যাংক হিসাব কৃষকদের

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় বিভিন্ন খাতে ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৪৫টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। চলতি বছরের জুন শেষে বিশেষ সুবিধাযুক্ত এই হিসবাগুলোর মধ্যে ৫১ শতাংশ হিসাব কৃষকদের। যার সংখ্যা ১ কোটি ৩৬ হাজার ৯০৭টি। এ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় কৃষকের খোলা ব্যাংক হিসাব ব্যতীত অন্য বিভিন্ন শ্রেণির হিসাব সংখ্যা মোট হিসাবের ৪৯ শতাংশ। সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও বেতন প্রদান ছাড়াও আর্থিক সেবার আওতা বৃদ্ধির জন্য এসব হিসাব খোলা হয়েছে। জুন শেষে কৃষকের হিসাব ব্যতীত অন্য বিভিন্ন খাতে খোলা মোট পুঞ্জীভূত হিসাব সংখ্যা ৯৪ লাখ ৬১ হাজার ১৩৮টি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, হিসাবগুলোতে জমার পরিমাণ মোট ১ হাজার ৯৩০ কোটি ১৯ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ২০০ কোটি টাকার তহবিল থেকে কৃষকদের পুনঃঅর্থায়ন করা হয়। এর মধ্যে ১০ টাকায় খোলা কৃষকদের ৪৪ হাজার ৪৫৮টি হিসাবের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। কৃষকদের ১০ টাকায় খোলা হিসাব কার্যক্রমে ২০১৮ সালের জুন পর্যন্ত মোট হিসাব সংখ্যা ছিল প্রায় ৯২ লাখ ১৭ হাজার। চলতি বছরের জুনে এসে কৃষকের ১০ টাকার হিসাব বৃদ্ধি পেয়েছে প্রায় ৮ লাখ ১৯ হাজার। এক বছরে বৃদ্ধির হার ৮.৮৯ শতাংশ। তবে আগের তিন মাসের (জানুয়ারি-মার্চ) তুলনায় চলতি ত্রৈমাসিকে হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়েছে ০.৪৭ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close