নিজস্ব প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

আগস্টে রফতানিতে ২৮৪ কোটি ৪৩ লাখ ডলার আয়

চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসে ভালো প্রবৃদ্ধির পর দ্বিতীয় মাসে কিছুটা কমেছে দেশের রফতানি আয়। জুলাই মাসে দেশ থেকে ৩৮৮ কোটি ডলারের পণ্য রফতানি হলেও আগস্টে তা ২৮৪ কোটি ডলারে নেমে এসেছে। অর্থবছরটির দুই মাসে (জুলাই থেকে আগস্ট) ৬৭৩ কোটি ২১ লাখ ৭ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৯২ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১২ দশমিক ৪০ শতাংশ। গত রোববার রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০১৯-২০ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছর শেষ রফতানি আয় অর্জিত হয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫০ লাখ ৪ হাজার ডলার। চলতি অর্থবছর দুই মাসে (জুলাই থেকে আগস্ট) রফতানির আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৮ কোটি ৫০ লাখ ডলার। এই দুই মাসে রফতানি আয় এসেছে ৬৭৩ কোটি ২১ লাখ ৭ হাজার মার্কিন ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ কম। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে আগস্ট সময়ে রফতানি আয় অর্জিত হয়েছিল ৬৭৯ কোটি ৫০ লাখ ২ হাজার ডলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close