নিজস্ব প্রতিবেদক

  ২৫ আগস্ট, ২০১৯

জুলাইয়ে ৯৭৭ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে দেশের ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করেছে ৯৭৭ কোটি টাকা। এ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ১২৪ কোটা টাকা। ২০১৮-১৯ অর্থবছরে কৃষিঋণ বিতরণ হয়েছে ২৩ হাজার ৬১৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১ হাজার ৮১৬ কোটি টাকা বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্যই ওঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৫৬১ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিতরণ করেছে ৪১৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বেসরকারি ও বিদেশি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিতরণের পরিমাণ ছিল যথাক্রমে ৭৮৩ এবং ৩৬৮ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close