নেত্রকোনা প্রতিনিধি

  ২২ জুলাই, ২০১৯

‘৮৫ শতাংশ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, বিশ্বে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়, তার ৮৫ শতাংশই বাংলাদেশের। বাকি ১৫ শতাংশ পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমারসহ অন্যান্য দেশে উৎপন্ন হয়। গত শনিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জাতীয় মৎস্য সপ্তাহ প্রযুক্তি মেলার উদ্বোধন করে প্রতিমন্ত্রী খসরু এ কথা বলেন।

এবারই প্রথম জেলা পর্যায়ে একমাত্র নেত্রকোনায় মৎস্য সপ্তাহ প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আগামী বুধবার এই মেলা শেষ হবে। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ রাশেদুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা মহিলা লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা, রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close