হিলি প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০১৯

হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ৩ থেকে ৫ টাকা। গত তিন দিন আগে হিলি বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেয়াঁজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে। দাম কমার কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের আমদানি বেশি হওয়াতে পেঁয়াজের দাম কমেছে। যেখানে প্রতিদিন ভারত থেকে ২০ থেকে ২৫ গাড়ি পেঁয়াজ আমদানি হতো এখন ৫০ থেকে ৬০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সামনে কোরবানি ঈদের কারণে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ পেঁয়াজের এলসি করছে। আমদানিকারকরা মনে করছেন আবহাওয়া ভালো থাকলে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকবে। হিলি কাস্টম সূত্র জানায়, চলতি সপ্তাহের দুই কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৯৮টি ট্রাকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close