কূটনৈতিক প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৯

প্রবাসীদের রেমিট্যান্সে দেশ উন্নতির শিখরে

বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশ আজ উন্নতির শিখরে। সব প্রবাসীর সম্পদের সুরক্ষা ও নানাবিধ অসুবিধা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই সরকারের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ বাংলাদেশি প্রবাসী উন্নয়ন পরিষদ মালয়েশিয়ার ব্যানারে আয়োজিত ‘আধুনিক বাংলাদেশে বিনিয়োগ এবং প্রবাসীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

গত শুক্রবার বিকালে কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে প্রবাসী উন্নয়ন পরিষদের পরিচালক অহিদুর রহমান ওহিদের সভাপতিত্বে ও সমন্বয় কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও রাহাদ উজ্জামানের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সমন্বয়ক এ কামাল হোসেন চৌধুরী, রাশেদ বাদল, ডা. শংকর পোদ্দার, প্রকৌশলী আমিরুল ইসলাম খোকন, হাজী আবদুল হামিদ জাকারিয়া, মাওলানা আবু বকর সিদ্দিক, নূর মোহাম্মদ ভূঁইয়া, কবি আলমগীর হোসেন, শওকত হোসেন তিনু, বিল্লাল মাহমুদ, বাবুল হোসেন, আরমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব তুহিন চৌধুরী, হাইকমিশনের প্রথম সচিব বাণিজ্য রাজিবুল আহসান, শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম ম-ল, দাতু আলমগীর হোসেন, দাতু আবদুর রৌফ, আবুল কাসেম, শাখাওয়াত হোসেন সুমন, লিটন দেয়ান, হুমায়ুন কবির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close