খুলনা (মহানগর) প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০১৯

বিএসটিআইয়ের অভিযানে লাখ টাকা জরিমানা

মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গত মাসে মহানগরীসহ খুলনা জেলা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও নড়াইল জেলায় সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এই বিশেষ অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি, চানাচুর ফ্যাক্টরি, ফলের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর এবং পানির ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে ১৩টি মামলা করে এবং ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে।

এছাড়া চুয়াডাঙ্গার সদর রোডে মেসার্স জমজম পানি ফ্যাক্টরি এবং খুলনা মহানগীর বসুপাড়ার মেসার্স নিউ পিপাসা সুপার আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। গত জুন মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান থেকে আম, পেয়ারা এবং আপেলের ১২টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো ফরমালিন পাওয়া যায়নি। বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close