হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৯

প্রণোদনা প্রত্যাহার

হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম

ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ইনসেনটিভ (প্রণোদনা) প্রত্যাহার করায় এর প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। ফলে বন্দরে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। গত দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক সাইফুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান, গত ১১ জুন ভারতীয় সরকার ইনসেনটিভ (প্রণোদনা) প্রত্যাহার করায় পেঁয়াজ আমদানি করতে এখন ১ রুপি বেশি দিতে হচ্ছে। সেইসঙ্গে প্রস্তাবিত বাজেটে পেঁয়াজের ওপর বাংলাদেশ সরকার শুল্ক (ট্যাক্স) নির্ধারণ করায় আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম।

পেঁয়াজ আমদানিতে বাংলাদেশ সরকার ৫ শতাংশ ট্যাক্স নির্ধারণ করায় হিলি শুল্ক স্টেশনের বেড়েছে সরকারের রাজস্ব আদায়। চলতি সপ্তাহের গত দুই দিনে ১ হাজার ৬৫৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ ৯৪ হাজার ২৩১ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close