নিজস্ব প্রতিবেদক

  ১৩ জুন, ২০১৯

বিএসটিআইয়ে মান ফিরে পেল ২৬ পণ্য

গুণগত মান খারাপ থাকায় বাজার থেকে যে ৫২টি ব্র্যান্ডের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল বিএসটিআই, চূড়ান্ত পরীক্ষার এর মধ্যে ২৬টিকে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস বা সিএম বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মান ফিরে পাওয়া ২৬টি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ দিঘি ড্রিংকিং ওয়াটার, এসিআই সল্ট লিমিটেড, এসিআই ফুড লিমিটেড এবং এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুঁড়া। মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ, ডুডলস্ ব্র্যান্ডের নুডুলস, প্রাণ ব্র্যান্ডের কারি পাউডার। তীর ব্র্যান্ডের সরিষার তেল, জিবি ব্র্যান্ডের সরিষার তেল। তানভির ফুড লিমিটেড, ফ্রেশ ব্র্যান্ডের হলুদের গুঁড়া, বাঘাবাড়ী স্পেশাল ব্র্যান্ডের ঘি, মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, মধুবন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ওয়েল ফুড ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মিঠাই ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মধুফুল ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মেহেদি ব্র্যান্ডের বিস্কুট, নিশিতা ব্র্যান্ডের সুজি, মঞ্জিল ব্র্যান্ডের হলুদের গুঁড়া, ডলফিন ব্র্যান্ডের মরিচের গুঁড়া, ডলফিন ব্র্যান্ডের হলুদের গুঁড়া, সূর্য ব্র্যান্ডের মরিচের গুঁড়া, কিং ব্র্যান্ডের ময়দা, গ্রিন ল্যান্ডস ব্র্যান্ডের মধু, রূপসা ব্র্যান্ডের ফার্মেন্টেড মিল্ক, শান ব্র্যান্ডের হলুদের গুড়া এবং মক্কা ব্র্যান্ডের চানাচুর। ৫২টি পণ্যকে মানহীন উল্লেখ করে তালিকা প্রকাশ করার পর এ বিষয়ে হস্তক্ষেপ করেন উচ্চ আদালত। ২২ মে তারিখের মধ্যে এই পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close