নিজস্ব প্রতিবেদক

  ১২ জুন, ২০১৯

আমদানি-রফতানি শুরু সোনাহাট স্থলবন্দরে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ রাখা হয় আমদানি-রফতানি কার্যক্রম। গতকাল মঙ্গলবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানির কাযক্রম শুরু করেছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ)।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ অ্যাসোসিয়েশন) সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল বলেন, মঙ্গলবার সকালে ভারত থেকে কয়েকটি ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন থেকে সোনাহাট স্থলবন্দরে যথারীতি সব ধরনের আমদানি-রফতানি স্বাভাবিক কার্যক্রম চলবে।

সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বন্দর চালু থাকলে এই বন্দর দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৩০০ থেকে ১৫০০ মেট্রিক টন পাথর ও কয়লা আমদানি হয় আর এতে প্রায় ২ কোটি টাকার রাজস্ব জমা পড়ে সরকারি কোষাগারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close