নিজস্ব প্রতিবেদক

  ১৯ মে, ২০১৯

ধান কিনে দাম বাড়ানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী

ধান ক্রয়ের মাধ্যমে দাম বাড়ানোর সুযোগ এই মুহূর্তে সরকারের হাতে নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে ধানের দাম নিয়ে চলমান সংকটের দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ’ নিয়ে সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ধানের দাম নিয়ে যে সমস্যা হয়েছে তা দ্রুতই সমাধান করা হবে। খেতে কৃষকরা আগুন জ্বালিয়ে দিচ্ছেন এ প্রসঙ্গে তিনি বলেন, দু-একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না। এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই বলে জানিয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এটা নিয়ে তিনি খুবই চিন্তিত। ধান রফতানির ওপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক সমাধান হচ্ছে, যদি ধান রফতানিতে যাই। রফতানিতে যাওয়ার চেষ্টা করব। হারভেস্ট হয়ে গেলে সিদ্ধান্ত নেব। এ সমস্যার সমাধান করব। উৎপাদন বৃদ্ধি, মিল মালিকরা আমন চাল বিক্রি করতে পারেনি বলে দাম কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close