নিজস্ব প্রতিবেদক

  ১৪ মে, ২০১৯

দর বাড়ার শীর্ষে ইস্টার্ন কেবল্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল ইস্টার্ন কেবলস। ওই দিন শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩০৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৮৩ বারে ৫২ হাজার ৪৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে ছিল গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৫ দশমিক ৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৮ বারে ৪৮ হাজার ৪৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ ৫ হাজার টাকা। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৬ দশমিক ১৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১ বারে ১ লাখ ৯৫ হাজার ৫১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ ৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মতিন স্পিনি, ঢাকা ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার ও বিডি ল্যাম্পস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close