নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০১৯

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। কোম্পানিটির মোট ৮ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিলো যমুনা ব্যাংক। কোম্পানির ৫ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাংক এশিয়া লেনদেনের তৃতীয় অবস্থানে ছিলো। কোম্পানির ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স ১০ লাখ ৬৩ হাজার, জেনেক্স ইনফোসিস ২৭ লাখ ৭২ হাজার, আইডিএলসি ৬২ লাখ, এমএল ডায়িং ১ কোটি ১২ লাখ ৫০ হাজার, মুন্নু স্ট্যাফলার্স ৮ লাখ ৮৩ হাজার, প্রাইম ফিন্যান্স ১০ লাখ ৫৮ হাজার, রেকিট বেনকিজার ১৭ লাখ ২ হাজার এবং রূপালী ব্যাংক ৩১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close