নিজস্ব প্রতিবেদক

  ১২ মে, ২০১৯

দর বাড়ার শীর্ষে যারা

সপ্তাহব্যাপী লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ৮৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯০ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩০ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা।

অলিম্পিক এক্সেসরিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১১ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৯২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৮ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close