নিজস্ব প্রতিবেদক

  ২৫ এপ্রিল, ২০১৯

হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু

পবিত্র শবেবরাত ও ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে টানা দুদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম।

বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন গণমাধ্যমকে জানান, গত সোমবার ছিল পবিত্র শবেবরাত। আর পরদিন মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় লোকসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে কারণে ওই দেশে সাধারণ ছুটি ছিল। ফলে এই দুই দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।

তবে গতকাল সকাল থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে বন্দরের অভ্যন্তরে অন্যান্য দিনের মতো পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীরের ভাষ্য মতে, ভারতে নির্বাচন হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই দুই দিন পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close