নিজস্ব প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০১৯

ভর্তুকি পেতে সনদ লাগবে চারকল অ্যাসোসিয়েশনের

পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রফতানির বিপরীতে রফতানি ভর্তুকি পেতে বাংলাদেশ চারকল উৎপাদক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। এতদিন পাটকাঠির রফতানিতে রফতানি উন্নয়ন ব্যুরোর সনদ দিতে হতো। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিবর্তে বাংলাদেশ চারকল উৎপাদক রফতানি অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের কাছে অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close